শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

হত্যা করা এ দেশে খুব সহজ কাজ

https://Juwelblog.blogspot.com

আমাদের দেশে যখন কিছু ঘটে। তখনি সুধু আমরা
মাতা-মাতি করি।
পরে আবার সব ভুলে যাই
আমরা আগের ভুল গুলো থেকে শিক্ষা নিতে জানি না,

এইতো কিছু দিন আগে নুসরাত হত্যা নিয়ে হই চই।
সামাজিক যোগাযোগ মাদ্ধমে নানান কথা

কিন্তু পরে ঠিক আদালতে প্রমান করা হলো।
সে আত্ত-হত্যা করছে, বাংলার মানুষ তো সবোই জানে

শিশু তুহিন হত্যা জানি না এত টুকু শিশু কার কি ক্ষতি করলো যে তাকে এতো নিরমম ভাবে হত্যা করতে হলো

হায় রে মানুষ

আবরার হত্যা, আমাদের দেশে এখন সব থেকে আলোচিত বিষয়, আবরার ফাহাদ হত্যা
ফেসবুকে ভারত -বাংলাদেশের চুক্তি নিয়ে মতামত দেয়ার কারনে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
বাংলার মানুষ তা ভালো ভাবেই জানে

মুন্নি হত্যা, বিশ্বজিৎ হত্যা জানা না জানা কত হত্যা হয়ে জাচ্ছে এই বাংলার বুকে

আবার মামলার রায় দিতে এবং তা কার্যকর করতেই সময় লেগে যায় ১০ বছর 
তত দিনে খুনিরা জাবিন নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেরায়।কত মামলার কাগজ যে ফাইল বন্দি হয়ে আছে তা কে জানে।
এখন তো বাংলার বুকে দিনের বেলায় সবার সামনেও এক জনকে খুন করা যায়।

এখন চলাচল করতেও ভয় লাগে আচমকা
কে কখন এসে কুপিয়ে মেরে ফেলে।
আমরা কিছু দিন পর সব ভুলে জাবো,
ভুলে জাবো আবরার কে, ভুলে জাবো নুসরাত বা তুহিন কে সব ভুলে জাবো

হত্যা করা এ দেশে খুব সহজ কাজ

https://Juwelblog.blogspot.com আমাদের দেশে যখন কিছু ঘটে। তখনি সুধু আমরা মাতা-মাতি করি। পরে আবার সব ভুলে যাই আমরা আগের ভুল গুলো থেকে শ...