বুধবার, ১২ জুন, ২০১৯

আমরা কি মানুষ, মৃত মানুষের সঙ্গেও আমাদের সেলফি নিতে হয়

https://Juwelblog.blogspot.comসেলফি তুলতে গিয়ে প্রায় ২৫৯ জনের মৃত্যু হয়েছে।) )
কি বলবো বুঝতেই পারছি না আমরা কত নিচেই না নেমে গেছি লাইক আর কমেন্ট এর জন্য আমরা মৃত মানুষের সাথে ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাদ্ধম গুলোতে দিতে দিধা করি না উপরে যে ছবিটি দেখতে পারছেন এক কুলাঙ্গার সন্তান তার মৃত মায়ের সাথে সেলফি নিয়ে FB তে আপলোড করে পরে সেটি ভাইরাল হয়ে যায় আপনারা দেখে থাকেন আরো কিছু ছবি দিলাম দেখলেই বুঝতে পারবেন আমরা কত নিচে নেমে গিয়েছি 

এই সেলফির কারনে অনেক অঘটন ঘটে প্রতি দিনেই তবু আমরা সাবধান হয়ে যাই না
(( দুর্দান্ত সেলফি তুলতে অনেকেই ব্যাকুল হয়ে থাকেন। আর এ জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত নেন কেউ কেউ। উড়োজাহাজে, পিচ্ছিল উঁচু পাহাড়ে, জলপ্রপাতের উৎস স্থানসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সেলফি তোলার খবর প্রায়ই পাওয়া যায় সংবাদমাধ্যমে। ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে গত কয়েক বছরে মৃত্যুর ঘটনাও কম ঘটেনি


ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ারের এক জার্নালে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত ছয় বছরে সারা বিশ্বে সেলফি তুলতে গিয়ে প্রায় ২৫৯ জনের মৃত্যু হয়েছে।) ) {প্রথম আলো থেকে কপি}
আরো খারাপ লাগে যখন দেখি কারো কবরের সামনে সেলফি নিয়ে FB তে আপলোড করে কি দরকার ভাই
আমি বলবো না যে সেলফি নিয়েন না FB তে দিয়েন না, কি করবেন না করবেন সেটি আপনার ইচ্ছে কিন্তু আপনি নামাজের মিঝে সেলফি নিবেন কবরের মদ্ধে বা মৃত কোন ব্যাক্তির সাথে সেলফি নিবেন ভালো মানুষ তা কখনোই মেনে নিবে না আপনাকে তো বিঝতে হবে সব জায়গায় সব কাজ করা যাবে না সময় থাকতে বদলে জান না হলে খবরের কাগলে হেড লাইন টা আপনার জন্য লেখা হতে পারে
ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

হত্যা করা এ দেশে খুব সহজ কাজ

https://Juwelblog.blogspot.com আমাদের দেশে যখন কিছু ঘটে। তখনি সুধু আমরা মাতা-মাতি করি। পরে আবার সব ভুলে যাই আমরা আগের ভুল গুলো থেকে শ...