মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

টোকাই মানেই কি খারাপ

https://Juwelblog.blogspot.com
টোকাই এই নামটির সাথে আমরা সবাই পরিচিত
জারা বিভিন্ন রাস্তায় রাস্তায় বতল টোকায় বা রাস্ততায় থাকে তাদের আমরা টোকাই নামেই ডাকি একবারো চিন্তাও করি না সেও মানুষ আমিও মানুষ তবে কেন তাদের ছোট করে দেখি বর্তমান সময়ে আমরা পশুদের ও প্রতি সদয় হয়ে থাকি কিন্তু মানুষ হয়ে মানুষের কথা একটি বারো চিন্তা করি না
আমার এ সম্পর্কে লেখার কোন ইচ্ছেই ছিলো না কিন্তু Youtubeএ একটা ভিডিও দেখার পরে আমার চোখে পানি চলে আসে ভিডিওর লিঙ্ক টি আমি নিচে দিয়ে দেব দেখে নিয়েন তাদের কষ্ট সম্পর্কে ধারনা পাবেন
এবার আসল কথায় আসি তারাও আমাদের দেশের ই এক জন মানুষ এ দেশের মাটিতে আমাদের মত তাদের অধিকার আছে তাদের ও এদেশের সুযোগ সুবিধা পাবার অধিকার আছে তাদের তো বাড়ি নেই তবে তারা কোথায় থাকবে ষ্টেশন এ জদি তারা থাকতে জায় তবে পুলিশের মার খায় রাস্তায় থাকলে পাবলিকের মার খেতে হয়
পেটের খুদায় জদি কিছু খেতে চায় তবে তাদের কপালে তাকে মার কারন আমরা শিক্ষিত সমাজ
তাদের কোন কাজ তো কেউ দিবে না কারন জদি চুরি করে
আমাদের দেশে জদি ১০  লক্ষ রহিঙ্গার  থাকা খাওয়ার ব্যবস্থা হয় কারন সেটা বড় ইসু সেখানে কিছু দিলে নাম হবে আর টোকাই এর ইসু আমাদের কাছে সামান্য তাদের জন্য কিছু করলে নাম হবে না বেশি লোক দেখবে না ভোটের আগে অনেক বড় বড় নেতাকেই তাদের পাশে দেখা জায় কারন তারাও তো ভোটার ভোট তো নিতে হবে
আর ভোট শেষে কিছুই নেই

https://youtu.be/3yx-3rPfFO4

কোন মন্তব্য নেই:

হত্যা করা এ দেশে খুব সহজ কাজ

https://Juwelblog.blogspot.com আমাদের দেশে যখন কিছু ঘটে। তখনি সুধু আমরা মাতা-মাতি করি। পরে আবার সব ভুলে যাই আমরা আগের ভুল গুলো থেকে শ...