বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

দান আমরা কি আসলেই দান মন থেকে করি

https://Juwelblog.blogspot.com
দান এমন একটি এবাদত এই এবাদত মানেই সহযোগিতা করা বা সাহায্য করা কোন এক হাদিসে শুনেছি লোক দেখানো উদ্দেশ্যে লক্ষ টাকা দানের চেয়ে আল্লাহ কে রাজি খুশি করার উদ্দেশ্যে এক টাকা দান করা উত্তম কিন্তু ভাই আমারা লোক দেখানোর উদ্দেশ্য নিয়েই দান করে থাকি প্রমান হলো ফেসবুকে আপলোড করা এই সকল ছবি 
এই ছবি টিতে যতটা সম্ভব দুটি কলা এক ব্যাক্তিকে দিচ্ছে বা দান করছে কিন্তু চার জন ব্যাক্তি হাঁসি মুখে ছবি তুলে ফেসবুকে আপলোড করেছে আর ক্যাপশন করছে সুন্দর সুন্দর বক্তব্য আ হা কি সুন্দর পরান জুরিয়ে গেলো ছি ছি ছি আমরা কত নিচেই না নেমে জাচ্ছি জদি সেই মানুষ গুলির আল্লাহ কে খুশি করারর জন্য দান করতো তা হলে এই ভাবে ছবি তুলতো না 
আবার অনেক সময় দেখা জায় নেতারা শিতের চাদর বিতরন করছে আর সুন্দর সুন্দর ছবি তুলছে ছবি দেখার পর মনে একটাই চিন্তা আসে চাদর গুলো তো নেতার টাকায় কেনা নয় তবে সে লোক দেখানোর জন্য ছবি কোন অধিকারে তুলে

সামনে আসছে কুরবানি ঈদ, কোরবানি আল্লাহ কে খুশি করার জন্য দেয়া হয় ।জার সামর্ত আছে সে কোরবানি করে ,আর এই কোরবানির মাংস বিতরনের সময় ও অনেকেই ছবি তোলে ভাই আল্লাহ সব দেখে তাকে তো আর ছবি তুলে দেখাতে হবে না ।তবে কেন এই ছবি তোলা 
আর কিছু ধনি ব্যাক্তি তো গরিব মানুষ কে মানুষ মনেই করে না তাদের দানের সময় চেহারা টি অনেক টা এরখম হয়
তাদের মনে দান করার ইচ্ছে এক দম থাকে না সুধু সম্মানের কথা চিন্তা করে দান করতে বাদ্ধ হয়

বুধবার, ১২ জুন, ২০১৯

আমরা কি মানুষ, মৃত মানুষের সঙ্গেও আমাদের সেলফি নিতে হয়

https://Juwelblog.blogspot.comসেলফি তুলতে গিয়ে প্রায় ২৫৯ জনের মৃত্যু হয়েছে।) )
কি বলবো বুঝতেই পারছি না আমরা কত নিচেই না নেমে গেছি লাইক আর কমেন্ট এর জন্য আমরা মৃত মানুষের সাথে ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাদ্ধম গুলোতে দিতে দিধা করি না উপরে যে ছবিটি দেখতে পারছেন এক কুলাঙ্গার সন্তান তার মৃত মায়ের সাথে সেলফি নিয়ে FB তে আপলোড করে পরে সেটি ভাইরাল হয়ে যায় আপনারা দেখে থাকেন আরো কিছু ছবি দিলাম দেখলেই বুঝতে পারবেন আমরা কত নিচে নেমে গিয়েছি 

এই সেলফির কারনে অনেক অঘটন ঘটে প্রতি দিনেই তবু আমরা সাবধান হয়ে যাই না
(( দুর্দান্ত সেলফি তুলতে অনেকেই ব্যাকুল হয়ে থাকেন। আর এ জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত নেন কেউ কেউ। উড়োজাহাজে, পিচ্ছিল উঁচু পাহাড়ে, জলপ্রপাতের উৎস স্থানসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সেলফি তোলার খবর প্রায়ই পাওয়া যায় সংবাদমাধ্যমে। ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে গত কয়েক বছরে মৃত্যুর ঘটনাও কম ঘটেনি


ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ারের এক জার্নালে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত ছয় বছরে সারা বিশ্বে সেলফি তুলতে গিয়ে প্রায় ২৫৯ জনের মৃত্যু হয়েছে।) ) {প্রথম আলো থেকে কপি}
আরো খারাপ লাগে যখন দেখি কারো কবরের সামনে সেলফি নিয়ে FB তে আপলোড করে কি দরকার ভাই
আমি বলবো না যে সেলফি নিয়েন না FB তে দিয়েন না, কি করবেন না করবেন সেটি আপনার ইচ্ছে কিন্তু আপনি নামাজের মিঝে সেলফি নিবেন কবরের মদ্ধে বা মৃত কোন ব্যাক্তির সাথে সেলফি নিবেন ভালো মানুষ তা কখনোই মেনে নিবে না আপনাকে তো বিঝতে হবে সব জায়গায় সব কাজ করা যাবে না সময় থাকতে বদলে জান না হলে খবরের কাগলে হেড লাইন টা আপনার জন্য লেখা হতে পারে
ধন্যবাদ

মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

টোকাই মানেই কি খারাপ

https://Juwelblog.blogspot.com
টোকাই এই নামটির সাথে আমরা সবাই পরিচিত
জারা বিভিন্ন রাস্তায় রাস্তায় বতল টোকায় বা রাস্ততায় থাকে তাদের আমরা টোকাই নামেই ডাকি একবারো চিন্তাও করি না সেও মানুষ আমিও মানুষ তবে কেন তাদের ছোট করে দেখি বর্তমান সময়ে আমরা পশুদের ও প্রতি সদয় হয়ে থাকি কিন্তু মানুষ হয়ে মানুষের কথা একটি বারো চিন্তা করি না
আমার এ সম্পর্কে লেখার কোন ইচ্ছেই ছিলো না কিন্তু Youtubeএ একটা ভিডিও দেখার পরে আমার চোখে পানি চলে আসে ভিডিওর লিঙ্ক টি আমি নিচে দিয়ে দেব দেখে নিয়েন তাদের কষ্ট সম্পর্কে ধারনা পাবেন
এবার আসল কথায় আসি তারাও আমাদের দেশের ই এক জন মানুষ এ দেশের মাটিতে আমাদের মত তাদের অধিকার আছে তাদের ও এদেশের সুযোগ সুবিধা পাবার অধিকার আছে তাদের তো বাড়ি নেই তবে তারা কোথায় থাকবে ষ্টেশন এ জদি তারা থাকতে জায় তবে পুলিশের মার খায় রাস্তায় থাকলে পাবলিকের মার খেতে হয়
পেটের খুদায় জদি কিছু খেতে চায় তবে তাদের কপালে তাকে মার কারন আমরা শিক্ষিত সমাজ
তাদের কোন কাজ তো কেউ দিবে না কারন জদি চুরি করে
আমাদের দেশে জদি ১০  লক্ষ রহিঙ্গার  থাকা খাওয়ার ব্যবস্থা হয় কারন সেটা বড় ইসু সেখানে কিছু দিলে নাম হবে আর টোকাই এর ইসু আমাদের কাছে সামান্য তাদের জন্য কিছু করলে নাম হবে না বেশি লোক দেখবে না ভোটের আগে অনেক বড় বড় নেতাকেই তাদের পাশে দেখা জায় কারন তারাও তো ভোটার ভোট তো নিতে হবে
আর ভোট শেষে কিছুই নেই

https://youtu.be/3yx-3rPfFO4

হত্যা করা এ দেশে খুব সহজ কাজ

https://Juwelblog.blogspot.com আমাদের দেশে যখন কিছু ঘটে। তখনি সুধু আমরা মাতা-মাতি করি। পরে আবার সব ভুলে যাই আমরা আগের ভুল গুলো থেকে শ...